IQNA

বিশ্বের বিভিন্ন দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হল ঈদ-আল-আজহা + ছবি

22:46 - September 13, 2016
সংবাদ: 2601560
আন্তর্জাতিক ডেস্ক: মুসলিম বিশ্বের খুশির দিনগুলোর মধ্যে ঈদ-আল-আজহা অন্যতম। গতকাল ১০ জিলহজ তথা ১২ই সেপ্টেম্বরে সৌদি আরব সহ বিশ্বের অধিকাংশ দেশে ঈদ-আল-আজহা পালিত হয়েছে। মুসলমানেরা সকালে ঈদের নামাজ আদায় এবং সাড়া দিন বিভিন্ন উৎসব অনুষ্ঠানের মাধ্যম এই দিনটি অতিবাহিত করেছেন।


বার্তা সংস্থা ইকনা: ঈদ-আল-আজহা উপলক্ষে বিশ্বের অনেক দেশেই সরকারী ছুটি ঘোষণা করা হয়েছে। বিভিন্ন দেশের নিয়ম অনুযায়ী সর্বনিম্ন ১ দিন এবং সর্বোচ্চ ৬ দিন এই ছুটি বহল থাকবে।

ঈদ-আল-আজহা উপলক্ষে ইকনার শুভাকাঙ্ক্ষীদের সদর সম্ভাষণ ও অভিনন্দন জানানো হচ্ছে।

iqna

মসজিদুল হারাম/ মক্কা
মসজিদুল হারাম/ মক্কা
সংযুক্ত আরব আমিরাত/ দুবাই
সংযুক্ত আরব আমিরাত/ দুবাই
মসজিদুল আকসা/ জেরুজালেম
মসজিদুল আকসা/ জেরুজালেম
নাইজেরিয়া/ লাগুস
নাইজেরিয়া/ লাগুস
মাজার-ই-শরিফ/ কাবুদ মসজিদ
মাজার-ই-শরিফ/ কাবুদ মসজিদ
শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা
সংযুক্ত আরব আমিরাত/ দুবাই
সংযুক্ত আরব আমিরাত/ দুবাই
মস্কো গ্র্যান্ড মসজিদ সংলগ্ন রাস্তা
মস্কো গ্র্যান্ড মসজিদ সংলগ্ন রাস্তা
মসজিদুল আকসা/ জেরুজালেম
মসজিদুল আকসা/ জেরুজালেম
ফিলিস্তিনের গাজা শহর
ফিলিস্তিনের গাজা শহর
ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়া
ফিলিপাইন/ মানিল
ফিলিপাইন/ মানিল
বাংলাদেশ
বাংলাদেশ

ট্যাগ্সসমূহ: মুসলিম ، ইকনা ، ঈদ ، আজহা
captcha