IQNA

মরক্কোয় গ্রীস্মকালীন কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান

5:46 - August 27, 2016
4
সংবাদ: 2601462
কুরআন বিষয়ক কার্যক্রম ডেস্ক: ১১তম গ্রীস্মকালীন হেফজে কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মরক্কোর ‘নাজুর’ প্রদেশের কুরআন বিষয়ক পরিষদের উদ্যোগে এবং মরক্কোর ধর্ম বিষয়ক সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।

Nadorcity.com এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: ১১তম গ্রীস্মকালীন হেফজে কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মরক্কোর ‘নাজুর’ প্রদেশের কুরআন বিষয়ক পরিষদের উদ্যোগে প্রদেশের ‘আওলাদ ইব্রাহিম’ এলাকায় অবস্থিত ‘ইমাম মালেক’ স্কুলের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

ঐ অনুষ্ঠানে কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা, তাদের অভিভাবকগণ এবং প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন।

মরক্কোর নাযুর প্রদেশের কুরআন বিষয়ক প্রাদেশিক পরিষদের তত্ত্বাবধানে চলতি বছরে ১৫৫টি কেন্দ্র ও সংস্থায় এ কোর্স অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে ১২৪টি ছিল পুরুষদের এবং ৩১টি নারীদের জন্য।

নাযুর প্রদেশের কুরআন বিষয়ক প্রাদেশিক পরিষদের প্রধান মাইমুন ব্রিসুল অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন: গ্রীস্মকালীন ছুটির সময়ে কুরআনের সাথে শিক্ষার্থীদের সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে এ উদ্যোগ গৃহীত হয়েছে।

অনুষ্ঠানের শেষে কুরআনের কিছু অংশ হেফজকারী শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি এ কোর্সের প্রশিক্ষকদেরকেও সংবর্ধনা প্রদান করা হয়েছে।#3525261


মরক্কোয় গ্রীস্মকালীন কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান

মরক্কোয় গ্রীস্মকালীন কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান

মরক্কোয় গ্রীস্মকালীন কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান

মরক্কোয় গ্রীস্মকালীন কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান

মরক্কোয় গ্রীস্মকালীন কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান

মরক্কোয় গ্রীস্মকালীন কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান


প্রকাশিত: 4
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
dgkuyxnb
0
0
20
raoftute
0
0
20
hlerkvpq
0
0
20
brjhxtko
0
0
20
captcha