IQNA

৩৩৫টি মসজিদ নির্মাণে সহায়তা করবে কাতার ফাউন্ডেশন

23:53 - August 05, 2016
46
সংবাদ: 2601329
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে ৩৩৫টি মসজিদ নির্মাণ করবে বলে জানিয়েছে কাতারের 'ঈদুল খাইরিয়া' ফাউন্ডেশন।
বার্তা সংস্থা ইকনা: চলতি বছরের প্রথম ছয় মাসের কাজের প্রতিবেদন উল্লেখ করে কাতারের 'ঈদুল খাইরিয়া' ফাউন্ডেশন এক বিবৃতিতে জানিয়েছে: বিশ্বের ১৭টি দেশে ৩৩৫টি মসজিদ নির্মাণ করা হবে।

এসকল মসজিদ নির্মাণ করতে প্রায় ২ কোটি ১০ লাখ কাতারি রিয়াল ব্যয় হবে। প্রতিবেদন অনুযায়ী, এর মধ্যে কিছু মসজিদের নির্মাণ কাজ শেষ হয়েছে এবং আশাকরা যাচ্ছে চলতি বছরের মধ্যে বাকী মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হবে।

প্রকল্প অনুযায়ী সব কয়টি মসজিদে ওযুখানা, গালিচা, বিদ্যুৎ, স্পিকার সহ অন্যান্য সুবিধার ব্যবস্থা করা হবে।

এছাড়াও এই ফাউন্ডেশনের পক্ষ থেকে ৬০টি দেশে ৪৫ হাজার এতিম শিশুকে সমর্থন করা হচ্ছে। প্রতি মাসে এতিম শিশুদের জন্য ৯০ লাখ কাতারি রিয়াল অর্থায়ন করা হচ্ছে।

এতিম শিশুদের খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য সেবা প্রদানের জন্য প্রতি মাসে এই অর্থ ব্যয় করছে ঈদুল খাইরিয়া' ফাউন্ডেশন।

iqna

ট্যাগ্সসমূহ: কাতার ، মসজিদ ، ঈদ ، ইকনা
প্রকাশিত: 46
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
আরমানুর রহমান
3
0
অনেক ভাল। আমাদের এলাকায় একটি মসজিদের জন্য আর্থিক সহায়তা চাই
উত্তরসমূহ
Atiqujjaman
আসসালামুআলাইকুম, ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার বোকাইনগর ইউনিয়নের স্বল্প পশ্চিম পাড়া গ্রামে একটি মাদরাসা ও এতিমখানা নির্মাণের কাজ চলিতেছে, আপনাদের সাহায্য কামনা করছি
S
আসসালামু আলাইকুম আপনাদের সহযোগিতায় রাজশাহী জেলায়, পুঠিয়া থানায়,দৈপাড়া গ্রামে একটি নতুন মসজিদ নির্মাণ করতে চাই। কোন ব্যক্তি ও প্রতিষ্ঠান হতে সহায়তা করতে আগ্রী থাকেন তাহলে আমার মেইলে যোগাযোগ করুন।
shawon khan
1
1
আসসালামু আলাইকুম আমি একটি মসজিদ নির্মাণ করতে চাই এতে সহায়তা প্রয়োজন যদি কোন ব্যক্তি ও প্রতিষ্ঠান হতে সহায়তা করতে আগ্রহী থাকে তাহলে আমার মেইলে যোগাযোগ করুন । ধন্যবাদ
উত্তরসমূহ
আজ্ঞাতনামা
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম! আমার একটি মসজিদ প্রয়োজন।
রবিউল ইসলাম শামীম
আসসালামু আলাইকুম ।
আমাদের গ্রামটি পাহাড়ের দূর্গম এলাকায় এবং অবহেলিত এলাকাটি ৪ কিলোমিটার জুড়ে একটা মসজিদ ছিলো যা ইতিমধ্যে ধসে পরেছে! এখন নামাজ আদায় করছে একটি পরিতেক্ত ঘরে, জনাব! আমাদের গ্রামে স্কুল এবং একটি মহিলা মাদরাসা রয়েছে এবং খাগড়াছড়ি টু ঢাকা সরকের একদম নিকটে মসজিদে নিজ ভুমিও রয়েছে,,,এটি নির্মান হলে ১/ ৪৫০ দরিদ্র মুসলিম পরিবার এবং অসংখ্য টুরিস্ট নামাজ আদায়ে উপকৃত হবে।
মসজিদটি নির্মানের জন্য মহদয়ের সু-মর্জি হয়।
Jakaria ahmed
call plz 01712389095
Mahabub Khan
0
0
We want to build a mosque in our village located at Jotkura Ghonapara, Kashiani, Gopalganj in Bangladesh.
Sk Zulfikar Rahaman
0
3
আমাদের গ্রামের একটা নতুন মসজিদ নির্মান করতে চাই।
Village Harnan
Post Ruinan
Thana Sabang
distric Midnapur
Pin 721144
উত্তরসমূহ
মোহাম্মদ অমিত হাসান আবির
একটি মাদ্রাসা ও এতিমখানার জন্য সাহায্যের আবেদন কিভাবে করতে হবে?
Md Sanaul Hoque
2
5
আমাদের গ্রামে একটি মসজিদ নির্মান করতে চাই।
আমাদের কি করতে হবে?
Mohammed Mishuk
0
1
আমদের এলাকা সাভার, ঢাকার আশুলিয়া থানার এক‌টি টং মসজিদ আমরা পূর্ণ নির্মান করতে প্রচেষ্টায় আছি, কিন্তু আর্থিক অভাবে মসজিদের কাজ শুরু করতে পারছিনা। মসজিদ টা পাকা করার ইচ্ছা পোষণ করছি আমারা, যদি আল্লাহ কবুল করেন। যদি কেহ সাহায্য করতে চান বা কোথা থেকে যাহায্য পেতে পারি তথ্য দিয়ে সাহায্য করতে চান। তবে 01996391803 এইটা আমার মোবাইল নাম্বার। মসজিদের নাম সিন্দুরিয়া বায়তুল মামুর জামে মসজিদ। আমি মসজিদ কমিটির মোত্তালি হিসাবে আছি আলহামদুলিল্লাহ।
Mohammed Mishuk
2
0
আমদের এলাকা সাভার, ঢাকার আশুলিয়া থানার এক‌টি টং মসজিদ আমরা পূর্ণ নির্মান করতে প্রচেষ্টায় আছি, কিন্তু আর্থিক অভাবে মসজিদের কাজ শুরু করতে পারছিনা। মসজিদ টা পাকা করার ইচ্ছা পোষণ করছি আমারা, যদি আল্লাহ কবুল করেন। যদি কেহ সাহায্য করতে চান বা কোথা থেকে যাহায্য পেতে পারি তথ্য দিয়ে সাহায্য করতে চান। তবে 01996391803 এইটা আমার মোবাইল নাম্বার। মসজিদের নাম সিন্দুরিয়া বায়তুল মামুর জামে মসজিদ। আমি মসজিদ কমিটির মোত্তালি হিসাবে আছি আলহামদুলিল্লাহ।
আজ্ঞাতনামা
0
1
আসসালামু আলাইকুম । আমাদের গ্রামে একটি নতুন মসজিদ প্রতিস্ঠিত হয়েছে হযরত বেলাল (রাঃ)জামে মসজিদ গ্রাম-ভারেরা মধ্য পাড়া , উপজেলা-শ্রীবরদী, জেলা-শেরপুর ।মসজিদটি টিনের ছাপরা দিয়ে মুসল্লিরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেছেন । এমতাবস্হায় নব গঠিত এই মসজিদটি পাকা বিল্ডিং নির্মাণর্থে দেশী বিদেশী দাতা সংস্হা ,ও ব্যক্তিবর্গ গণ কে আর্থিক সাহায্যের আকুল আবেদন জানাচ্ছি । আমি মসজিদের কোষধ্যক্ষ হিসাবে দায়িত্ব আছি ।
মাওঃ মুঈনুদ্দীন
0
0
মুহতারাম! আমার গ্রামে একটি মসজিদ প্রয়োজন।
গ্রামঃ লক্ষীবাউর, ডাকঃ লক্ষীবাউর, ইউনিয়নঃ নোয়ারাই, উপজেলাঃ ছাতক, জেলাঃ সুনামগঞ্জ, বিভাগঃ সিলেট।
মো:ফারক হোসেন
0
0
আমি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী উত্তর মধ‍্য পাড়া থেকে বলছিআমার গ্রামে একটি মসজিদ দরকার,নামায পড়ার খুব সমস‍্যা হচ্ছে।যদি মসজিদ করার জন‍্য সাহায্য করতেন খুব ভালো হত।01867-611280
Emam Azam
0
0
We need support
to build a mosque.
muinuddin
0
1
আলহামদুলিল্লাহ, খুব ভালো উদ্যোগ। আমার এলাকায় ২টি মসজিদ প্রয়োজন। মেহেরবাণী করে ব্যবস্থা গ্রহণ করলে চিরকৃতজ্ঞ থাকব।
উত্তরসমূহ
মোঃরেজাউল হক সরকার,সভাপতি,মসজিদ কমিটি,মোবাইলনং০১৭১৩৭০২৭৪৭
জমির পরিমণ ৬শতক।সম্পুর্ন মসজিদ নির্মনের জন্য আবেদন জানাচ্ছি।
আজ্ঞাতনামা
0
0
আমাদের গ্রামে একটি ছোট মসজিদ রয়েছে । মুসল্লি খুব বেশি হওয়ার কারণে জায়গা দিতে পারি না । তাই মসজিদটি ভেঙ্গে নতুন করে নির্মাণ করতে চাই কিন্তু পর্যাপ্ত অর্থ না থাকায় মসজিদটি মেরামত করা হচ্ছে না। যদি কোন সংস্থা মসজিদটি নির্মাণ কাজে আর্থিক সাহায্য করেন চির কৃতজ্ঞ থাকবো।
নিবেদক
মাসুদ রানা
টুংড়া পাড়া
ডাক:গোয়ালের চর
উপজেলা:ইসলাম পুর,জামাল পুর।
01915997974
মোঃ শাহীনুর রহমান শাহীন
0
0
বিসমিল্লাহির রহমানির রাহিম, আসসালামু আলাইকুম সবাইকে ।আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন এই পৃথিবীতে কিছু সময়ের জন্য আবার আমাদের মৃত্যু বরন করে আল্লাহ তালার কাছে চলে যেতে হবে এবং আমাদের নিজস্ব বিবেক বুদ্ধি দিয়ে ভাল এবং মন্দ কাজ করার তৌফিক দিয়েছেন তারী ধারাবাহিকতায় আল্লাহর ঘর নির্মাণ কাজে সহযোগিতার জন্য আপনাদের কাছে আমার এই ম্যাসেজ পৌঁছে দেওয়া।আমাদের গ্রামের নাম মধুপুর, পোস্ট অফিস পোড়াডাঙ্গা ,উপজেলা সুজানগর ,জেলা পাবনা। মধুপুর গ্রামের মধ্য পাড়া জামে মসজিদের নির্মাণ কাজ চলিতেছে ইতিমধ্যে মসজিদের কাজ অনেক দুর এগিয়ে গেছে এবং আরো এগিয়ে যাবে এই আশাই করছি ইনশাআল্লাহ। এরই মধ্যে আমাদের মসজিদের ফান্ডে যে টাকা ছিল তা শেষের পথে তাই আথিকভাবে আমাদের সাহায্য প্রয়োজন তাই দেশের বা বিদেশের ধনী ব্যাক্তিবগ বা সমাজের গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে যাহারা ভাল সাদা মনের মানুষ আল্লাহর রাস্তায় সাহায্য করার ইচ্ছা আছে তাদের কাছে আথিকভাবে সহযোগিতা কামনা করছি। সাহায্য পাঠানোর ঠিকানাঃ Dutch-Bangla Bank Ltd. A/C Name: Md.Shahinur Rahman A/C Number: 101.101.246154, Local Office,Dhaka.Bangladesh. And Bkash Number: +8801712164066. And E-mail Address: shahinrahman7231@gmail.com. আল্লাহ হাফেজ।
Md. Shamim Mia
0
0
আসসালামু আলাইকুম । আমাদের গ্রামে একটি নতুন মসজিদ প্রতিস্ঠিত হয়েছে উত্তর জাকারিয়া জামে মসজিদ গ্রাম-জাকারিয়া উত্তর পাড়া , উপজেলা-দেওয়ানগঞ্জ, জেলা-জামালপুর ।মসজিদটি টিনের ছাপরা দিয়ে মুসল্লিরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেছেন । এমতাবস্হায় নব গঠিত এই মসজিদটি পাকা বিল্ডিং নির্মাণার্থে দেশী বিদেশী দাতা সংস্হা ,ও ব্যক্তিবর্গ গণ কে আর্থিক সাহায্যের আকুল আবেদন জানাচ্ছি । মোবাইল ০১৬২৮০০৮১৫৪
মাদরাসাহ আল মা’হাদ আস সালাফী, নিজখামার, জিরোপয়েন্ট, খুলনা।
0
1
১০০০জন মুসুল্লির জন্য ১টি আধুনিক নির্মাণশৈলির মসজিদ চাই।
মোঃ ইয়াছিন
0
0
আসসালামুয়ালিকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পুটুয়াখালি একটি মসজিদের জন্য ইসলামিক ফাউন্ডেশন এর কাছে সাহায্য চাই মজিদ এরকম পরিস্থিতি নামাজ পড়ার তার জন্য ইসলামিক ফাউন্ডেশন এর কাছে সাহায্যের জন্য অনুরোধ করা হইল পটুয়াখালী পাংগাশিয়া।
ইকবাল হোসেন
1
0
আসসালামুয়ালিকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জেলা- রাজবাড়ি, থানা-বাড়িয়াকান্দী, পোষ্ট-পদমদী, গ্রাম কুরশী(বালিয়াচর) একটি মসজিদের জন্য কাতার ইসলামিক ফাউন্ডেশন এর কাছে আর্থিক সহায়তা চাই । 01717111258
মোঃ জালাল উদ্দীন
0
0
আমার এলাকা শেরপুর জেলার চরশেরপুর ইউনিয়নের পূব পাড়া গারমে। আমাদের এলাকা অত্যন্ত গরীব এলাকা তবে মানুষগুলো ধর্ম প্রান । তাই আমাদের গারমের মানুষ একটি সুন্দর মসজিদ পেলে অত্যন্ত খুসির সহিদ আল্লাহর এবাদত করে আপনাদের জন্য দোয়া করত।একটি মসজিদের জন্য আবেদন জানিয়ে আপনাদের প্রতিক্ষায় রহিলাম।
মোঃ জালাল উদ্দীন
0
0
আমার এলাকা শেরপুর জেলার চরশেরপুর ইউনিয়নের পূব পাড়া গারমে। আমাদের এলাকা অত্যন্ত গরীব এলাকা তবে মানুষগুলো ধর্ম প্রান । তাই আমাদের গারমের মানুষ একটি সুন্দর মসজিদ পেলে অত্যন্ত খুসির সহিদ আল্লাহর এবাদত করে আপনাদের জন্য দোয়া করত।একটি মসজিদের জন্য আবেদন জানিয়ে আপনাদের প্রতিক্ষায় রহিলাম।
মোঃ খায়রুল ইসলাম
0
0
আস্সালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাইয়েরা আমাদের একটি মসজিদ অনেক পুরোনো। এখন মসজিদটি অনেকভাবে ক্ষতিগ্রস্থ হয়েগেছে। তাই কোনো দানশীল ব্যাক্তি যদি মসজিদটি করার ব্যাবস্থা করে দেন, তাহলে আমরা অনেক উপকৃত হবো।
ঠিকানা-
বাসুদেবপুর জামে মসজিদ
মুনসীবাজার, কমলগঞ্জ, মৌলভীবাজার।
মোবাঃ০১৭২৭২৯৮৫৫৯
মোঃ ইমরান হাশমি
0
1
আসসালামুআলাইকুম, নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার গোলাকান্দ ইউনিয়নের মধ্য পাড়া গ্রামে একটি মসজিদ নির্মাণের কাজ চলিতেছে, গ্রামবাসীর আর্থিক সহায়তায় কিছু কাজ হয়েছে এখনো অনেক কাজ বাকি, বিবেচনা করে আপনারা অবশ্যই সাহায্য করার চেষ্টা করবেন আপনারা সাহায্য করলে আল্লাহর রহমতে মসজিদে কাজটি সম্পন্ন হবে আপনাদের সাহায্য কামনা করছি
মোঃ ইমরান হাশমি
01946646996
মোহাম্মদ শহীদুল ইসলাম
0
0
আসসালামুআলাইকুম,
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ঝাকোর ফকির বাড়ী উত্তর পাড়া জামে মসজিদের নির্মাণের কাজ চলিতেছে, মসজিদটি ৩ তলা ফাউন্ডেশন বিশিষ্ট একতলার ছাদ হয়েছে বাকী কাজ শেষ করতে আপনাদের সাহায্য কামনা করছি।
সামসুল আলম ইদ্রিস
0
0
আসসালামু আলাইকুম,
যশোর জেলার বকচর এলাকায় একটি ছোট মসজিদ আছে, যেখানে মুসল্লিরা নামাজ আদায় করতে গেলে জায়গার অনেক সংকুলান হয়। এবং মসজিদটি টিনশেড হওয়ার কারণে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়। এছাড়াও অত্র এলাকায় একটি গোরস্থান আছে যেখানে কবর খুঁড়তে গেলে পানি উঠে যায়। জায়গাটিতে মাটি ভরাট করার জন্য এবং পরিধি বাড়ানোর জন্য অর্থের প্রয়োজন। বিষয়টি তদন্তপূর্বক আর্থিক সহায়তা করলে এলাকাবাসী অনেক উপকৃত হবে। আপনাদের উত্তরের অপেক্ষায়...
সামসুল আলম ইদ্রিস
বকচর (পূর্ব), যশোর-7400
+8801741867286
জয়নুল আবেদীন
0
0
আসসালামু আলাইকুম
বাংলাদেশের সর্ব দক্ষিণের কক্সবাজার জেলার অন্তর্গত উখিয়া উপজেলা কুতুপালং গ্রামের সবচেয়ে পুরনো জামেমসজিদ "কুতুপালং কেন্দ্রীয় জামেমসজিদ"। একটি রিফুজি অধ্যুষিত এলাকা। পৃথিবীর সবচেয়ে বড় রিফুজি ক্যাম্প অত্র এলাকায় অবস্থিত। অত্র এলাকার বেশিরভাগ লোক গরিব। জনবহুল এলাকা হয়ে পড়ায় অত্র মসজিদের পুননির্মাণ একান্ত দরকার হয়ে পড়েছে। তাই এলাকাবাসীর উদ্যোগে আমরা মসজিদের পুননির্মাণ কাজ অলরেডী শুরু করে দিয়েছে। এই মসজিদ নির্মানের কাজ কমপ্লিট করতে অনেক অর্থের প্রয়োজন হবে।
" আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার।’ (মুসলিম, হাদিস"
মসজিদ নির্মাণ ও রক্ষণাবেক্ষণকারীদের মহান আল্লাহ ভীষণ পছন্দ করেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তারাই তো আল্লাহর মসজিদের আবাদ করবে, যারা ঈমান আনে আল্লাহ ও শেষ দিনের প্রতি, সালাত কায়েম করে, জাকাত দেয় এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। অতএব আশা করা যায়, তারা হবে সৎপথপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। (সুরা : তাওবা, আয়াত : ১৮)।
হাদিস শরিফে ইরশাদ হয়েছে, ‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, মহান আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করে দেবেন।’ (বুখারি, হাদিস : ৪৫০)।
তাই অস্ত্র মসজিদ নির্মাণে সহযোগিতা করলে এলাকাবাসী আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে এবং আমরা আপনাদের জন্য আল্লাহ'র দরবারে অনেক অনেক দোয়া করবো
মসজিদ পুননির্মাণের কাজ আপনারা সরজমিনে দেখে যেতে পারেন।

নিবেদন
জয়নুল আবেদীন
সভাপতি
মসজিদ পরিচালনা পর্ষদ
কুতুপালং কেন্দ্রীয় জামেমসজিদ ও হিফজুলকুরান মাদ্রাসা।
মোবাইল নং ০১৮১৭৬৮৯৯৪৯
মাওলানা মোঃ মহসিন সাহেব
0
0
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ.৷মসজিদ নির্মাণ ও রক্ষণাবেক্ষণকারীদের মহান আল্লাহ ভীষণ পছন্দ করেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তারাই তো আল্লাহর মসজিদের আবাদ করবে, যারা ঈমান আনে আল্লাহ ও শেষ দিনের প্রতি, সালাত কায়েম করে, জাকাত দেয় এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। অতএব আশা করা যায়, তারা হবে সৎপথপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। (সুরা : তাওবা, আয়াত : ১৮)।
হাদিস শরিফে ইরশাদ হয়েছে, ‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, মহান আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করে দেবেন।’ (বুখারি, হাদিস : ৪৫০)।
তাই অস্ত্র মসজিদ নির্মাণে সহযোগিতা করলে এলাকাবাসী আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে এবং আমরা আপনাদের জন্য আল্লাহ'র দরবারে অনেক অনেক দোয়া করবো
মসজিদ পুননির্মাণের কাজ আপনারা সরজমিনে দেখে যেতে পারেন।

নিবেদন
মাওলানা মহসিন সাহেব
সভাপতি
মসজিদ পরিচালনা পর্ষদ
খুলনা, ডুমুরিয়,ইউনিয়ন, ।
মোবাইল নং 01317058304.01886250324
Mohammad Ali মোহাম্মাদ আলী +8801911402085
0
0
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহে ওয়াবরাকাতুহু, আমি মোহাম্মাদ আমী মল্লিক, গ্রাম: নেহালপুর, পোষ্ট: নৈহাটী বাজার, থানা, রুপসা, ৩ নং নৈহাটী ইউনিয়ন, রুপসা, খুলনা। আমরা যখানে মসজিদ নির্মাণ করেছি সেখানে ১৫ কাঠা জমি মসজিদের নামে অর্প / দলিল করে দেওয়া হয়েছে
আমাদের মসজিদের নাম : (বায়তুল মামুর জামে মসজিদ) এই এলাকায় আনুমানিক শতের অধিক মুসলিম পরিবার আছে, আমরা নিজের কোন রকম একটি পাঞ্জেখানা স্থাপন করেছি এখানে আমরা মসজিদ পাকা ও জুম্মা মসজিদ করার পরিকল্পনা আছে মহোদয়ে দৃষ্টি আক্রোশন হোক এই কামনা করি
আজ্ঞাতনামা
0
0
আমাদের গ্রামে একটি মসজিদের জন্য মসজিদ ভবন নির্মাণের প্রয়োজন।যদি কোন দাতা সংস্তা মসজিদটি নির্মান করে দিলে গ্রামবাসীদের জন্য অনেক সহজ হবে।جزا ك ا الله خيرا
মোহাম্মদ আবির
0
1
একটি মাদ্রাসা ও এতিমখানার জন্য সাহায্যের আবেদন কিভাবে করতে পারি?
মোঃ মাহবুবুর রহমান
0
0
আসসালামু আলাইকুম
প্রিয়,
মুসলিম ভাইয়েরা আশা করি আল্লাহ্ রহমাতে সবাই ভালো আছেন।
আমি ও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি।
আমরা সবাই সবার জন্য করি বা করবো ইনশাল্লাহ

ইতি,
মোঃ মাহবুবুর রহমান
নলছিটি, ঝালকাঠি
বরিশাল,
বাংলাদেশ
মোঃ মাহবুবুর রহমান
0
0
আসসালামু আলাইকুম
প্রিয়,
মুসলিম ভাইয়েরা আশা করি আল্লাহ্ রহমাতে সবাই ভালো আছেন।
আমি ও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি।
আমরা সবাই সবার জন্য করি বা করবো ইনশাল্লাহ

ইতি,
মোঃ মাহবুবুর রহমান
নলছিটি, ঝালকাঠি
বরিশাল,
বাংলাদেশ
জাহিদ
0
0
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম! আমার গ্রামে একটি মসজিদ প্রয়োজন।
আজ্ঞাতনামা
0
0
আসসালামু আলাইকুম সম্মানিত শায়েক আমরাও টাকার অভাবে মসজিদের কাজ করতে পারছিনা
আমাদের মোবাইল নাম্বারটা হলো
01756537131
আজ্ঞাতনামা
0
0
আসসালামু আলাইকুম সম্মানিত শায়েক আমরাও টাকার অভাবে মসজিদের কাজ করতে পারছিনা
আমাদের মোবাইল নাম্বারটা হলো
01756537131
আজ্ঞাতনামা
0
0
আসসালামু আলাইকুম সম্মানিত শায়েক আমরাও টাকার অভাবে মসজিদের কাজ করতে পারছিনা
আমাদের মোবাইল নাম্বারটা হলো
01756537131
আজ্ঞাতনামা
0
0
আসসালামু আলাইকুম সম্মানিত শায়েক আমরাও টাকার অভাবে মসজিদের কাজ করতে পারছিনা
আমাদের মোবাইল নাম্বারটা হলো
01756537131
কামরুল হক
0
0
সকল ধর্মপ্রাণ ব্যাক্তি/প্রতিষ্ঠান সকাশে মসজিদ নির্মাণে অনুদানের আবেদন

আমাদের মাদ্রাসাটিতে আবাসিক-অনাবাসিক দিয়ে শতাধিক কোমলমতি ছাত্র পড়াশোনা করে। কিন্তু মাদ্রাসাটিতে কোন মসজিদ নাই। ব্যাস্ত রাস্তা দিয়ে নিকটবর্তী মসজিদে যাতায়াত ঝুকিপূর্ণ বিবেচনায় মাদ্রাসার একটা কক্ষে সাময়িকভাবে নামাজ আদায় করা হচ্ছে। দানস্বরুপ মসজিদ নির্মাণের জন্য মাদ্রাসা সংলগ্ন একটা সারে ৪ শতক জমি পাওয়া গেছে। উক্ত স্হানে মসজিদ নির্মাণের জন্য আর্থিক অনুদানের জন্য আবেদন করছি।
আজ্ঞাতনামা
0
0
আমার গ্রামে একটা মসজিদ তৈরী করে মেঝেতে টাইল বিছানো সম্ভব হয়ে ওঠে নাই। ওজু খানা, নির্মাণ করতে পারি নাই দয়া করে কোন ব্যক্তি বা সংস্থা যদি সাহায্য করতে পারেন তাহলে ০১৭২২৮৪৫৬০০নম্বর ফোন করে বিস্তারিত জানতে অনুরোধ করছি।
captcha