IQNA

আশুরার শোক মিছিলে নাইজেরিয়ান সেনাদের হামলা

22:09 - September 11, 2019
সংবাদ: 2609219
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় পবিত্র আশুরার মিছিলে সরকারি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। হামলায় আহত হয়েছে আরো বহু মানুষ। গতকাল (মঙ্গলবার) দেশটির বিভিন্ন শহরে মুসলমানরা আশুরার মিছিল বের করলে সেনাবাহিনী সেখানে গুলি চালায় এবং হতাহতের এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: এছাড়া নাইজেরিয়ার সেনাবাহিনী টিয়ারশেল নিক্ষেপ করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালিয়েছে। এর ফলেও অনেকে আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজধানী আবুজায় গতকাল আশুরার শোক মিছিল করতে দেওয়া হয় নি। শোকার্ত মানুষ যাতে একত্রিত হতে না পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছিল নিরাপত্তা বাহিনী।

গত বছরও নাইজেরিয়ার বিভিন্ন স্থানে আশুরার শোক মিছিলে হামলার ঘটনা ঘটেছে এবং বহু শোকার্ত মানুষ শহীদ হয়েছে।

এর আগে দ্য ইসলামিক হিউম্যান রাইটস কমিশন বা আইএইচআরসি সতর্ক করে বলেছিল, নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী শোক মিছিলে হামলার জন্য সব প্রস্তুতি গ্রহণ করেছে।  iqna

captcha